ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, দেশে যদি পুনরায় ‘জুলাই’ এর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে বিপ্লবী সরকার গঠনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। তিনি গত সোমবার (১২ জানুয়ারি) রাতে ঝালকাঠির নলছিটি শহীদ মিনার মাঠে আয়োজিত ‘ওসমান হাদি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধনকালে প্রধান বক্তার বক্তব্যে এ আহ্বান জানান।
বিগত গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে মাসুমা হাদি বলেন, “আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। বিভিন্ন মহলের চাপ এবং ক্ষমতালিপ্সু দালালদের কারণে সেই সুযোগ আমাদের হাতছাড়া হয়েছে। তবে এবার আমরা আর ভুল করব না। পুনরায় জুলাইয়ের মতো আন্দোলন দানা বাঁধলে বিপ্লবী সরকার গঠন করেই তবে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।”
শহীদ ওসমান হাদির রাজনৈতিক আদর্শ নিয়ে তিনি বলেন, “ওসমান হাদির কোনো দলীয় পরিচয় ছিল না; তার একমাত্র পরিচয় ছিল তিনি একজন ‘বাংলাদেশপন্থি’। তার অনুসারীরাও কোনো বিদেশি শক্তির দাসত্ব করে না, তারা কেবল বাংলাদেশের পক্ষেই দালালি করে। তারা ক্ষমতার লোভে নয়, দেশের মানুষের অধিকারের জন্য লড়ে।”
ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে মাসুমা হাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পঞ্চগড়ে হাদির হত্যার বিচারের দাবিতে যারা বিক্ষোভ করেছে, তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এই নির্যাতন চালিয়ে মানুষকে ভয় দেখানো যাবে না, বরং মানুষ আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। দমনের রাজনীতি বন্ধ করে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।”
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।