পুনরায় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ হলেন গাজী হাফিজুর রহমান লিকু।

নিজস্ব প্রতিবেদক, আলোকিত স্বদেশ: 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা গাজী হাফিজুর রহমান লিকু।
আজ (রবিবার) ২৮ জানুয়ারি পুনরায় তাকে এ পদে নিয়ােগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি তিনি প্রথমবারের মতো দায়িত্বভার গ্রহণ করেছিলেন। গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম তার । পিতা গাজী শুকুর আহম্মেদ।
গাজী হাফিজুর রহমান লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন। ২০০৮ সালে থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরে তিনি ২০২২ সালের ২৫ অক্টোবর প্রথমবারের মতো এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে পুনরায় এই দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেটি সততার সঙ্গে পালন করতে পারি। এ জন্য আমি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, জনপ্রতিনিধি এবং জনগণের সহযোগিতা চাই।
উল্লেখ্য, গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকু ২০০৪ সালের ৩১ জুলাই বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে আহত হন। সেদিন গুলিতে তৎকালিন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।