কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া নয়টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত পরিত্যক্ত মালামালের এই স্তূপে (স্ক্র্যাপ ইয়ার্ড) আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা থেকেও ফায়ার সার্ভিসের আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সর্বশেষ রাত ১২টায় পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছিল।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, “মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই মহেশখালী ও চকরিয়ার চারটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
কারণ এখনো অজানা
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। মহেশখালী ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং আমিও বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছি।”
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










