জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে গুগল

ছবি: সংগৃহীত

নতুন বছরে জিমেইল ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। দীর্ঘদিন একই ইমেইল ঠিকানা ব্যবহার করে আসা গ্রাহকেরা এবার নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই নিজেদের জিমেইল আইডির নাম পরিবর্তন করতে পারবেন।

গুগলের ঘোষিত এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টে লগইন করে ইমেইল ঠিকানার ‘@gmail.com’ অংশ অপরিবর্তিত রেখে তার আগের অংশে পরিবর্তন আনতে পারবেন। অর্থাৎ ইমেইল ঠিকানার ইউজারনেম বদলানো যাবে, কিন্তু ডোমেইন একই থাকবে।

এই সুবিধার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নাম পরিবর্তনের পরও পুরোনো ও নতুন দুই ঠিকানায় পাঠানো সব ইমেইলই একই ইনবক্সে পৌঁছাবে। ফলে নতুন ইমেইল ঠিকানা আলাদাভাবে সবাইকে জানানোর প্রয়োজন হবে না। পাশাপাশি ব্যাংকিং, অফিসিয়াল কাজ কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় ব্যবহৃত পুরোনো ইমেইল ঠিকানাও আগের মতোই কার্যকর থাকবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কারও ইমেইল যদি আগে abcd@gmail.com হয়, তবে নাম পরিবর্তনের পর সেটি efgh@gmail.com করা সম্ভব হবে। এতদিন এ ধরনের পরিবর্তনের জন্য ব্যবহারকারীদের নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হতো, যার ফলে ডেটা ও যোগাযোগ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতো।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ফিচার জিমেইল ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে এবং ব্যক্তিগত ও পেশাগত ইমেইল ব্যবস্থাপনাকে আরও সহজ ও নমনীয় করে তুলবে।