উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন হানা: তদন্তে নামল দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলো বেসামরিক নাগরিকরা উড়িয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি শনিবার বলেন, যদি সত্যিই বেসামরিক নাগরিকরা এই ড্রোনগুলো পরিচালনা করে থাকে, তবে তা হবে একটি “গুরুতর অপরাধ”, যা কোরীয় উপদ্বীপের শান্তি ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি।

প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাকের বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়া বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ তদন্তে আগ্রহী, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এর আগে প্রেসিডেন্ট লি-র সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও পিয়ংইয়ং তাতে সাড়া দেয়নি।

শনিবার উত্তর কোরিয়ার সেনাবাহিনী অভিযোগ করে যে, দক্ষিণ কোরিয়া ড্রোন পাঠিয়ে “উস্কানিমূলক আচরণ” করেছে। তারা দাবি করে, অনুপ্রবেশকারী ড্রোনটি তারা গুলি করে ভূপাতিত করেছে এবং প্রমাণ হিসেবে ড্রোনের ধ্বংসাবশেষ ও সেটির তোলা আকাশপথের ছবি প্রকাশ করে।

তবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, উত্তর কোরিয়া যে তারিখের কথা বলছে, সেদিন তারা কোনো ড্রোন ওড়ায়নি এবং ওই নির্দিষ্ট মডেলের ড্রোন তাদের ব্যবহারেও নেই। পিয়ংইয়ংকে উস্কানি দেওয়ার কোনো অভিপ্রায় তাদের ছিল না বলেও তারা নিশ্চিত করেছে।