ওসমান এরশাদ ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক খাতে তাঁর অভিজ্ঞতা তিন দশকেরও বেশি। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা হিসেবেও যুক্ত ছিলেন।
কর্মজীবনে ওসমান এরশাদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এএমটিডি ডিজিটালের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তাঁর পেশাজীবনের শুরু ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ওসমান এরশাদ ফয়েজের মতো অভিজ্ঞ নেতৃত্ব ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর দক্ষতা ঢাকা ব্যাংককে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাজীবনে ওসমান এরশাদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি ইনসিড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। প্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড অর্জন করেন। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সমান সুযোগ নিশ্চিতকরণে তাঁর ভূমিকার জন্যও তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
আফরিনা সুলতানা/










