আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনে দ্রুততার সঙ্গে আবেদন নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১১ জানুয়ারি) শুনানির প্রথম এক ঘণ্টার মধ্যে মাত্র ৩২ মিনিটেই নির্ধারিত প্রথম স্লটের ১২ জন প্রার্থীর আবেদন নিষ্পত্তি করেছে কমিশন। এর মধ্যে ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টায় এই শুনানি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
বৈধতা পেলেন যারা: কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ৩২ মিনিটে যাদের আবেদন মঞ্জুর হয়েছে এবং যারা ভোটের মাঠে ফেরার সুযোগ পেয়েছেন তারা হলেন— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে মো. শহীদুল ইসলাম এবং টাঙ্গাইল-৭ আসনে মো. আবু তাহের।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বগুড়া-২ আসনের মো. রেজাউল করিম তালু এবং রাঙামাটি (২৯৯) আসনের পহেল চাকমার আপিল মঞ্জুর হয়েছে। এবি পার্টির পক্ষে জয়পুরহাট-২ আসনে এস এ জাহিদ এবং জয়পুরহাট-১ আসনে সুলতান মো. শামছুজ্জামান তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নামঞ্জুর ও পেন্ডিং: অন্যদিকে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে কমিশন। এছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং (ঝুলিয়ে) রাখা হয়েছে।
ইসি সচিবালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আজ আরও কয়েকশ প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।