আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, নির্বাচনী সাংবাদিকতাকে কেবল প্রার্থীর প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে সংস্কারের এজেন্ডাগুলোকেও সামনে আনতে হবে।
আজ শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত দুই দিনব্যাপী ‘নির্বাচনবিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চ্যালেঞ্জ ও দায়িত্বশীল সাংবাদিকতা
ফারুক ওয়াসিফ বলেন, “সামনের দিনে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সোশ্যাল মিডিয়া ও অপতথ্যের বিস্তার রোধ করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্যাক্ট চেকিং, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।”
তিনি প্রার্থীদের অবস্থান এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ওপরও জোর দেন।
প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
ডিআরইউ তাদের ৫০ জন সদস্যের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং সংগঠনের সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার।
বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।










