ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির প্রথম দিনে এ সিদ্ধান্ত দেয় কমিশন। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের উপস্থিতিতে ডা. তাসনিম জারার আপিল আবেদনটি মঞ্জুর করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছিল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদনের জন্য জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ২ জন ওই আসনের ভোটার ছিলেন না।
রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ডা. তাসনিম জারা। তার আইনজীবীরা শুনানিতে দাবি করেন, ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি এবং যৎসামান্য অসংগতির কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছিল, যা সংশোধনের যোগ্য। আজ কমিশন তার আইনজীবীদের যুক্তি আমলে নিয়ে ডা. তাসনিম জারার প্রার্থিতা ফিরিয়ে দেয়।
চিকিৎসক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ডা. তাসনিম জারা মূলত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রতিবাদ জানিয়ে গত ২৭ ডিসেম্বর তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আসনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি জনগণের প্রার্থী হতে চেয়েছিলাম, এখন সেই সুযোগ আবার তৈরি হলো। আমি ঢাকা-৯ আসনের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে গিয়ে পরিবর্তনের ডাক দিতে চাই।”
আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। খিলগাঁও-সবুজবাগ এলাকা নিয়ে গঠিত এই হেভিওয়েট আসনে তার প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম. এইচ. মামুন









