বগুড়ার শেরপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৯ জানুয়ারি) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৮ জন, নিয়মিত রুজুকৃত মামলার ৩ জন এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জন সহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে।
এসআই মো. রকিব হোসেনের নেতৃত্বে অভিযানে নিয়মিত মামলার আসামি মো. সুলতান (১৯) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সালমান শাহ (২২)-কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া উপ- পরিদর্শক (এসআই) আমিরুল শিকদারের অভিযানে সালফা পূর্বপাড়া এলাকা থেকে ২ জন, এসআই সাঈফ আহমেদের অভিযানে ভবানীপুর এলাকা থেকে ৩ জন এবং পুলিশ ফাঁড়ির এসআই আল আমিনের অভিযানে সাহাপাড়া এলাকা থেকে আরও ৩ জনকে আটক করা হয়। মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেরপুর থানার পক্ষ থেকে জানানো হয়, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত ৩২ জনকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
-এম এইচ মামুন










