প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের শুনানি আজ শনিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) সকাল ১০টায় এই শুনানি প্রক্রিয়া শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই শুনানি গ্রহণ করছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখার সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে। আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হচ্ছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৬৪৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল নম্বর অনুযায়ী পরবর্তী শুনানির তারিখ:

১১ জানুয়ারি: ৭১ থেকে ১৪০ নম্বর

১২ জানুয়ারি: ১৪১ থেকে ২১০ নম্বর

১৩ জানুয়ারি: ২১১ থেকে ২৮০ নম্বর

১৪ জানুয়ারি: ২৮১ থেকে ৩৫০ নম্বর

এভাবে ১৮ জানুয়ারি পর্যন্ত ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি হবে। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে আপিলের ফলাফল অডিটোরিয়ামের মনিটরে প্রদর্শন করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত শুনানির রায়ের অফিশিয়াল অনুলিপি আগামী ১২ জানুয়ারি বিতরণ করা হবে। একইভাবে ১৫ ও ১৮ জানুয়ারি পরবর্তী ধাপগুলোর রায়ের অনুলিপি পাওয়া যাবে।

ইসি সূত্র জানায়, গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শেষ দিন শুক্রবারেই (৯ জানুয়ারি) জমা পড়ে ১৭৬টি আবেদন। বাছাই পর্বে সারা দেশে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হওয়া প্রার্থীরাই মূলত প্রার্থিতা ফিরে পেতে এই আপিল করেছেন। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও কিছু আপিল জমা পড়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী:

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি

প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

প্রচারণা শুরু: ২২ জানুয়ারি (চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত)

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

শুনানি কক্ষে শৃঙ্খলা বজায় রাখতে আপিলকারীসহ সর্বোচ্চ ৩ জন ব্যক্তিকে প্রবেশের অনুমতি দিচ্ছে কমিশন। কোনোভাবেই এর অতিরিক্ত লোক নিয়ে শুনানি কক্ষে প্রবেশ না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।