জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মো. ইয়ানুর হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ঢাকার পাড়া মোড় এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইয়ানুর হোসেন ঢাকার পাড়া মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তিনি গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, ইয়ানুর হোসেন এলাকায় সুদ কারবারের বিরোধিতা করতেন। ধারণা করা হচ্ছে, সুদ কারবারিদের সঙ্গে পূর্বশত্রুতা কিংবা বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। যদিও পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ঘটনার খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। সুদ কারবারসহ অন্যান্য সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট জেলা প্রতিনিধি










