জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে গত বৃহস্পতিবার রাতে উত্তেজনায় ঠাসা এক সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ১৪তম শিরোপার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল ‘লস ব্লাঙ্কোস’রা। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেনের এই দুই জায়ান্ট।
ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই লিড নেয় রিয়াল। জুড বেলিংহ্যাম ফাউলের শিকার হলে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিক নেন ফেদেরিকো ভালভার্দে। তার জোরালো শট অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করে জালে জড়ায়। বিরতির ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ভালভার্দের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে অ্যাটলেটিকো রক্ষণকে ফাঁকি দিয়ে ওবলাকের পাশ দিয়ে বল জালে পাঠান তিনি।
পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ডিয়েগো সিমিওনের দল। প্রথমার্ধের শেষ দিকে থিবো কোর্তোয়ার দক্ষতায় কয়েকবার গোলবঞ্চিত হয় অ্যাটলেটিকো। বিশেষ করে অ্যালেক্স বায়েনা ও সোরলোথের আক্রমণগুলো দারুণভাবে রুখে দেন রিয়াল কিপার। তবে ৬৩ মিনিটে গিউলিয়ানো সিমিওনের পাস থেকে ব্যাক পোস্টে থাকা আলেকসান্ডার সোরলোথ গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। ম্যাচের শেষ দিকে আন্তোনিও গ্রিজম্যান ও হুলিয়ান আলভারেজ সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় অ্যাটলেটিকো।
ম্যাচ চলাকালীন টাচলাইনে অনাকাঙ্ক্ষিত বিবাদে জড়িয়ে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র ও অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ভিনিসিয়ুসের বর্তমান ফর্ম এবং সিমিওনের উসকানিমূলক মন্তব্য নিয়ে ম্যাচ পরবর্তী সময়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।
আগামী রোববার বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা গত দুইবার রিয়ালকে হারিয়েই শিরোপা জিতেছিল। এবার রিয়ালের লক্ষ্য সেই হারের প্রতিশোধ নেওয়া। রিয়াল শিবিরে স্বস্তির খবর হলো, হাঁটুর চোট কাটিয়ে কিলিয়ান এমবাপে রোববারের ফাইনালের আগেই স্কোয়াডে যোগ দিতে পারেন।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই মাদ্রিদ ডার্বিতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা। এই জয়ের ফলে আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আরও একটি ‘এল ক্লাসিকো’ দেখবে ফুটবল বিশ্ব।
-এম. এইচ. মামুন










