উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ

২০২৬ সালের উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নিগার সুলতানার নেতৃত্বে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার (৭ জানুয়ারি) বাছাই পর্বের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে। মোট ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

বাংলাদেশের দল রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া তাদের প্রতিপক্ষ। অন্য গ্রুপ ‘বি’তে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

বাছাই পর্ব অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়াম-এ। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর সোয়া একটায়। উদ্বোধনী দিনে, ১৮ জানুয়ারি, চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই দিনই আপার মুলপানিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরের দিন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে পাপুয়া নিউ গিনির বিপক্ষে, ২২ জানুয়ারি একই মাঠে নামিবিয়ার বিপক্ষে এবং ২৩ জানুয়ারি আপার মুলপানিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি।

বাছাই পর্বের মূল লড়াই শেষে ২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে মূল টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল সুপার সিক্স রাউন্ডে যাবে। সুপার সিক্সের শেষে প্রথম চার দল মূল পর্বের টিকেট পাবে। সুপার সিক্স রাউন্ড অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচও হবে। ১৪ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, ম্যাচ হবে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬ জানুয়ারি দুপুরে আপার মুলপানিতে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। গত বছর এই আসরে অংশ নিয়েছিল ১০টি দল। শেষ আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

– মীর মোমিন