২৯৫টি ওষুধকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত

দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ২৯৫টি ওষুধকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় (National Essential Drug List) অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে এসব ওষুধের মূল্য সরাসরি সরকার নির্ধারণ করবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “আজকের উপদেষ্টা পরিষদের সভায় এই নতুন তালিকার পাশাপাশি ওষুধের মূল্যের চূড়ান্ত তালিকাও নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, তালিকায় থাকা এই ২৯৫টি ওষুধের মূল্য ও মান নিয়ন্ত্রণের দায়িত্ব এখন সরাসরি সরকারের হাতে থাকবে, যা বাজারে ওষুধের সিন্ডিকেট ও উচ্চমূল্য রোধে কার্যকর ভূমিকা রাখবে।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমান বিশ্ববাজার এবং স্থানীয় উৎপাদন খরচ বিশ্লেষণ করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। অত্যাবশ্যকীয় এই তালিকায় জীবন রক্ষাকারী সাধারণ অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ওষুধের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় ওষুধগুলোও রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ রোগীরা উল্লেখযোগ্য হারে কম দামে এসব ওষুধ কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ। তারা জানান, অতি দ্রুত এই তালিকার বিস্তারিত গেজেট আকারে প্রকাশ করা হবে এবং সারাদেশে ফার্মেসিগুলোতে নতুন নির্ধারিত মূল্য কার্যকর করা হবে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ ও সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধিকরণ বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

-এম. এইচ. মামুন