সৌম্যের হাফসেঞ্চুরিতে নোয়াখালীর সংগ্রহ ১৫১

বিপিএলের নোয়াখালী এক্সপ্রেস ষষ্ঠ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো সুবিধা করতে পারেনি। টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর শুরু মোটামুটি ঠিক থাকলেও শেষ পর্যন্ত ১৫১ রানে অলআউট হয় দলটি। ফলে রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫২ রানের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই বল হাতে অবদান রাখেন তিনি; ১ ওভারে মাত্র ১ রান দিয়ে একটি উইকেট নেন।

নোয়াখালীর পক্ষে সৌম্য সরকার ৪৩ বলে ৫৯ রানের হাফসেঞ্চুরি করে দলের রান বৃদ্ধি করেন। এছাড়া মোহাম্মদ নবি ৩৫ রান (২৬ বলে) ও শাহাদাত হোসেন দীপু ৩০ রান করেন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও ৬ ওভারে ৪১ রান তোলে দল। পরে ওপেনিং জুটি ভাঙে দীপুর আউটের মাধ্যমে।

শেষদিকে হায়দার আলি, জাকের আলি অনিক ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন কিছু রান যোগ করেন। নোয়াখালীর টোটাল স্কোর দাঁড়ায় ১৫১।

রাজশাহীর পক্ষে রিপন মন্ডল ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন। এছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন।

– এমইউএম/