শিবপুরে হেরোইন-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আরিফুল আলম আশিক | শিবপুর উপজেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী দড়িপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মনোহরদী উপজেলার আলালপুর নিশ্চিন্তপুর গ্রামের মো. মামুন হোসেন ও কাউসার মোল্লা।

শিবপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল মানিকদী দড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মো. মামুন হোসেন ও কাউসার মোল্লাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১.৫ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ০৪)। আটককৃতদের বুধবার (৭ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।