মাহমুদুল হাসান | শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাড়ারন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে স্থানীয়রা রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার বিবরণ
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে গাড়ারন গ্রামের ৩৩২/৮-৯ নম্বর রেল পিলারের মাঝামাঝি স্থানে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে লুঙ্গি ও জ্যাকেট ছিল। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের বক্তব্য
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, “ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে।”
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










