ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আবার গুলির ঘটনা ঘটেছে। এতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার পেটে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পর্যায়ের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা বা কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ জানান, ঘটনার পর ফার্মগেট এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
মামুন/










