আলোকিত রিপোর্ট:
সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সরকারী ট্রেজারি চালান জমা দেওয়ার ‘স্বয়ংক্রিয় ট্রেজারি চালান ব্যবস্থার’ একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামাল, একাউন্টস ও বাজেট ডিপার্টমেন্টের জিএম ফোরকান হোসেন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলে কাইয়ুম ও মো. ফজলুর রহমান, ট্রেজারি ডিভিশনের প্রধান মো. মেহেদী হাসান।
এ স্বয়ংক্রিয় ট্রেজারি চালান ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা যমুনা ব্যাংকের সকল শাখায় কাস্টমস ডিউটি, ভ্যাট, কর, আবগারি শুল্ক , পাসপোর্ট ফি সহ অন্যান্য সরকারি ফি জমা দিতে পারবেন।