স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার হাসনা মওদুদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ) আসনে স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাসনা জসিম উদ্দিন মওদুদ। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (০৬/০১/২০২৬) এক বিবৃতিতে হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেন, দলের বৃহত্তর স্বার্থ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নোয়াখালীর মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় ঐক্যকে প্রাধান্য দিয়েই তিনি স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানান।
এ সময় তিনি নোয়াখালী-৫ আসনের সকল নেতাকর্মী ও সমর্থকদের ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় নেতারা জানান, এই সিদ্ধান্ত নোয়াখালী-৫ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা করছেন।

-হামিদুল হক, নোয়াখালী