দাগনভূঁইয়া থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের এক মাসে আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি ঘটেছে। এতে জনমনে স্বস্তি বিরাজ করছে। যোগদানের আজ একমাস হলো অথচ চুরি,ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো বড় ধরনের অপরাধ ঘটেনি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি নোমানের প্রথম থেকে সেবা প্রত্যাশীরা ভেবে ছিল উনি আইনশৃঙ্খলার উন্নতি করতে পারবে কিনা। কিন্তু সে ধারণা পাল্টে দিয়েছেন তিনি। বিগত সময়ে ওসি তো দুরে থাক ডিউটি অফিসারের কক্ষে যেতো ভয় পেত সেবা প্রত্যাশিরা। সে চিত্র ও পাল্টে গেছে। তিনি যোগদানের পর বলেছেন, এ থানায় হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে একসাথে দুটো থাকতে পারবেনা।এর পরই তিনি থানায় দালাল মুক্ত ঘোষণা করে প্রশংসায় ভাসছেন পুরো উপজেলায়। অনেক সেবা প্রত্যাশী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে আলাপ করে জানা গেছে, তিনি লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা চাকরি করে দৃষ্টান্ত স্হাপন করেছেন শুনেছি।সেখানকার লোকজন আজো তার জন্য কাঁদে। এ থানায় ও সে নজির স্হাপন করবেন আশা করি।
ওসি জানান,চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলার উন্নতি হয় । গতমাসের ৭ তারিখে যোগদান করেছি। বড় ধরনের কেন অঘটন ঘটেনি একমাসেও। আল্লাহর রহমতে যেন অপরাধ মুক্ত করতে পারি । সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।
বি.চৌধুরী (তুহিন), নোয়াখালী










