আন্তর্জাতিক ডেস্ক | অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস। সোমবার (৫ জানুয়ারি) পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথে অবস্থিত এই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ এবং ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গভীর তাৎপর্যপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন দেশটিতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট।
সার্বভৌমত্বের প্রতীক
রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, “আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপন করছি—যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুযোগ-সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র পাওয়ার অধিকার এবং সকল জাতির সমতার প্রতীক।”
এই দূতাবাস ফিলিস্তিনিদের জন্য কী অর্থ বহন করে, তা তুলে ধরে তিনি বলেন, “গাজা, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমসহ শরণার্থী শিবির এবং প্রবাসে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস প্রমাণ করে যে, আমাদের পরিচয় অস্বীকার করা যাবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না এবং আমাদের জীবনের মূল্য কমিয়ে দেখা যাবে না।”
নতুন দূতাবাসের ফলক উন্মোচনের পর যুক্তরাজ্যের কূটনৈতিক কোরের মার্শাল অ্যালিস্টার হ্যারিসনও রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিধ্বনি করে দিনটিকে ফিলিস্তিনের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।
স্বীকৃতির পর দূতাবাস
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সেই স্বীকৃতির পথ ধরেই এবার পূর্ণাঙ্গ দূতাবাস চালুর মধ্য দিয়ে দুই পক্ষের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট










