খেরসনে রুশ হামলা, নিহত ৩ নারী

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ বাহিনীর আর্টিলারি হামলায় ইউক্রেনের খেরসন শহরে অন্তত তিনজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েক জন।

গতকাল বৃহস্পতিবার এই হামলার বিষয় নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক। খবর সিএনএনের

তিনি বলেন, রুশ বাহিনী খেরসন শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এ হামলায় তিনজন নারী নিহত হয়েছেন। তারা আবাসিকের বাহিরে রাস্তায় হাটছিলেন। এ সময় তাদের ওপর রুশ বাহিনীর গোলা এসে পড়ে। এতে তারা নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ওই হামলায় আহত দুই শিশুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মনোবিজ্ঞানী বর্তমানে তাদের সঙ্গে কাজ করছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। কিন্তু শুরু থেকেই পুতিন ও তার সেনানায়কেরা ইউক্রেনে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছেন। ২৮ আগস্ট খেরসনে পালটা হামলার ঘটনাটি বিবেচনা করা যাক। ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এ ঘটনাকে ‘শত্রুকে পিষে ফেলার জন্য ধীর হামলা’ বলে অভিহিত করেন।

প্রকৃতপক্ষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কর্মকর্তা হিসেবে আফগানিস্তান, ইরাক, বসনিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। ২০০৮ সালের জর্জিয়া যুদ্ধ ও ২০১৪ সালের ইউক্রেন যুদ্ধের মাঠপর্যায়ের গবেষণার সুযোগ হয়েছে।