বাঘাইছড়িতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের খতমে কোরআন ও দোয়া

মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি)

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর বাঘাইছড়ি উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। এতে স্থানীয় মুসল্লিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বাদ আছর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। এরপর বাদ মাগরিব মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনসহ শ্রমিক দল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খতমে কোরআন শেষে মধ্যম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।