হামিদুল হক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্গা চাষী আবুল হাশিম মিয়া আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুল্লু হাজীর জামে মসজিদ ও শেখ মোহাম্মদ মিয়ার জামে মসজিদের নামে রেকর্ডভুক্ত জমিতে প্রায় ৪০ বছর ধরে বর্গা চাষ করে আসছিলেন আবুল হাশিম মিয়া। তিনি নিয়মিতভাবে মসজিদের জন্য নির্ধারিত অর্থ প্রদান করতেন।
সম্প্রতি জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধ নিয়ে আবুল হাশিম মিয়ার সঙ্গে আবুল কালামের ভাইসহ কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আবুল হাশিম মিয়া আহত হন। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে।
পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। আবুল কালাম ও তার ভাইদের সমাজ থেকে সাময়িকভাবে একঘরে করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় জামায়াত কিংবা ফয়সাল ও তার বাবা ভোলন মিয়ার সঙ্গে কোনো বিরোধ নেই বলেও নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মৃত শেখ আহমেদ দুইটি মসজিদের নামে মোট ২২ শতাংশ জমি দান করেন। জমিগুলো বর্তমানে মসজিদের নামে রেকর্ডভুক্ত রয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষ কোম্পানীগঞ্জ থানায় পৃথকভাবে মামলা দায়ের করেছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।










