চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বালুবাহী একটি ডাম্প ট্রাক ও মাছবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নসিমনের চালক জহুরুল হক গুরুতর আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত চালক জহুরুল হক একই গ্রামের আব্দুল মালেকের সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহেশপুরের বাগানমাঠপাড়া এলাকা থেকে মাছ বোঝাই নসিমন নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন চালক ও ব্যবসায়ী। মাধবীতলা এলাকার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আফরিনা সুলতানা/










