সাভারের বিরুলিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাদের বিরুদ্ধে সাভার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
পুলিশ কর্মকর্তা বলেন, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। সোমবার রাতে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সাভার থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতেই তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁদেরকে আদালতে সোপর্দ করা হবে।










