জামাল ভূঁইয়া হলেন ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশের ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানো এবং তরুণ খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই গত মাসে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফ্রি ফায়ার কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল জার্সি ফ্রি ফায়ার গেমে ইন-গেম আইটেম হিসেবে যুক্ত করা হয়েছে। ফলে দেশের গেমাররা ভার্চুয়াল ব্যাটেল ফিল্ডে খেলতে খেলতেই জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। বিশেষ একটি মিশন সম্পন্ন করলে বিনামূল্যে বাফুফের এই জার্সি আনলক করা যাবে।

ফ্রি ফায়ারে বাফুফের জার্সি সংযোজনকে বাংলাদেশি গেমারদের জন্য একটি আলাদা অভিজ্ঞতা হিসেবে দেখছে গেম কর্তৃপক্ষ। এতে করে গেম খেলার সময় জাতীয় দলের প্রতি নিজেদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে পারবেন খেলোয়াড়রা।

ডিজিটাল উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমেও যুক্ত থাকবেন জামাল ভূঁইয়া। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীন মানিকনগর ফুটবল একাডেমি পরিদর্শন করবেন। পাশাপাশি তরুণ ফুটবলারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন জাতীয় দলের এই অধিনায়ক।

-সাবরিনা রিমি