জেলগেট থেকেই ফের গ্রেফতার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলগেট থেকেই পুনরায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে সাদা পোশাকধারী প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত রাজনৈতিক অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের করা মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি জানান, সংশ্লিষ্ট মামলাগুলোতে জসিম উদ্দিন একজন গুরুত্বপূর্ণ অভিযুক্ত। ফলে এক মামলায় জামিনে মুক্তি পেলেও অন্যান্য মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় আটক করা হয়েছে।

এর আগে বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও নতুন করে আবারও তাকে গ্রেফতার করা হলো।

রাজনৈতিক জীবনে জসিম উদ্দিন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি পদ লাভ করেন। হিরনের মৃত্যুর পর তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

ফাহিম আহমেদ/মামুন