সন্দ্বীপের সূর্যসন্তান ফাওজুল কবির খানের নতুন বই প্রকাশ

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন যে, আলোঘর প্রকাশনী থেকে তার নতুন একটি বই “বাংলাদেশের সমাজ ও রাজনীতি” প্রকাশিত হয়েছে।

পরামর্শক, সিইও, অধ্যাপক,সচিব ও বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে পরিচিত ড. ফাওজুল কবির খানের পরিচয়ে এবার যুক্ত হলো আরেকটি অনন্য পরিচয়—তিনি একজন লেখক। ইতোমধ্যেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “Financing Large Projects”, “Win-How: Public Entrepreneurship Can Transform the Developing World” এবং “বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি”। বিশেষ করে “বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি” বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

ড. ফাওজুল কবির খান শুধু একজন লেখকই নন, তিনি একজন আগ্রহী পাঠক হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরিতে থাকাকালীন লিয়েনে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইকোনমিকস ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডকল)-এর প্রতিষ্ঠাতা সিইও হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম (SHS) কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরদিন থেকেই ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন।

ড. ফাওজুল কবির খান থিঙ্ক ট্যাঙ্ক ‘Keystone Consulting Company’-এর প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষস্থানীয় পরামর্শক হিসেবে কাজ করেছেন।
ব্যক্তিজীবনে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর গ্রামের সন্তান। তাঁর বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক ছিলেন।

-আবু সাঈদ খান, সন্দ্বীপ