চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ওই ছেলে শিশুটির মৃত্যু হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অন্য শিশুটি চার বছর বয়সী এক মেয়ে। শীতের মধ্যে সড়কের পাশে শিশু দুটিকে একা বসে থাকতে দেখে সিএনজিচালিত অটোরিকশার চালক মহিম উদ্দিন প্রথমে তাদের নিজের কাছে রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন শিশু দুটিকে হেফাজতে নেয়।
গত মঙ্গলবার দুপুরে আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার শিশু দুটিকে নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে যান। জেলা প্রশাসক শিশুদের চিকিৎসা ও অন্যান্য খরচের দায়িত্ব নেন। একই সঙ্গে চার বছর বয়সী মেয়েশিশুটিকে অটোরিকশাচালক মহিম উদ্দিনের জিম্মায় দেওয়া হয়। গুরুতর অসুস্থ হওয়ায় দুই বছর বয়সী ছেলেশিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, শিশু দুটির বাবা খোরশেদ আলম। তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ারবাজার এলাকায় রিকশা চালাতেন। তার স্ত্রীর বাড়ি সাতকানিয়া উপজেলায়। প্রায় ছয় মাস আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেনি।










