কোমা থেকে বের করার পর মার্টিনের অবস্থার নাটকীয় উন্নতি

ছবি : সংগৃহীত

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ড্যামিয়েন মার্টিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাকে কৃত্রিম কোমা থেকে বের আনার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট। মার্টিনের এই পরিবর্তনকে তিনি ‘অলৌকিক’ বলে আখ্যা দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) ক্রিকবাজের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৫৪ বছর বয়সি মার্টিন বর্তমানে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন কথা বলতে এবং সাড়া দিতে পারছেন। চিকিৎসকদের ধারণা, শিগগিরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হবে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ক্রিকেট মহলে উদ্বেগ ও সমর্থনের ঢল নামে।

রোববার রাতে এক বিবৃতিতে গিলক্রিস্ট বলেন, “গত ৪৮ ঘণ্টায় অবিশ্বাস্য রকমের পরিবর্তন এসেছে। কোমা থেকে বের হওয়ার পর সে অসাধারণভাবে সাড়া দিয়েছে। তার পরিবার এটিকে প্রায় অলৌকিক বলেই মনে করছে। সে এখন মানসিকভাবে ভালো আছে এবং চারদিক থেকে পাওয়া সমর্থনে অভিভূত। যদিও এখনও চিকিৎসা ও পর্যবেক্ষণ চলবে, তবে সবকিছু ইতিবাচক দিকেই যাচ্ছে।”

গিলক্রিস্ট আরও জানান, মার্টিনের স্ত্রী আমান্ডা পরিবারের পক্ষ থেকে বিশ্বজুড়ে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমান্ডা সবাইকে জানাতে চান যে, তিনি বিশ্বাস করেন— মানুষের ভালোবাসা, শুভকামনা ও যত্ন, বার্তা ও সংবাদমাধ্যমের কাভারেজের মাধ্যমে যে অনুভূত হয়েছে, তা ড্যামিয়েনের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। তারা অনুভব করছেন, এত মানুষ পাশে দাঁড়ানোয় তারা সত্যিই আশীর্বাদপ্রাপ্ত।”

গিলক্রিস্ট বলেন, মার্টিন আরও কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেবেন, তবে তার শারীরিক অবস্থার এই নাটকীয় উন্নতিকে সবাই ‘অলৌকিক’ বলেই দেখছেন।

সূত্র: ক্রিকবাজ

– এমইউএম