আইপিএল বিতর্কে ফুঁসে উঠলেন খলনায়ক মিশা

আইপিএলে (ইন্ডিয়া প্রিমিয়ার লিগ) ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিকে কেন্দ্র করে তার এই বাদ পড়ার ঘটনায় দেশ-বিদেশে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ও প্রযোজক মিশা সওদাগর।

গত রোববার (৪ জানুয়ারি) ছিল চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতার জন্মদিন। জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। সেখানে কোনো রাখঢাক না রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মিশা সওদাগর। তিনি সরাসরি বলেন, “মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।” তার কণ্ঠে ছিল স্পষ্ট ক্ষোভ ও হতাশা।

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত মিশা সওদাগর মুস্তাফিজের প্রশংসা করতেও কার্পণ্য করেননি। তিনি বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সম্পদ। মিশার ভাষায়, “বাংলাদেশে মাশরাফির পর এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও মুস্তাফিজের চোখে অহংকারের একটা ‘অ’ নেই।” একজন আন্তর্জাতিক তারকা হয়েও তার বিনয় ও পেশাদারিত্ব মিশাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে মিশা সওদাগর বলেন, শিল্প ও ক্রীড়া হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত। সেখানে রাজনীতি টেনে আনা অত্যন্ত কুরুচিপূর্ণ। তার মতে, রাজনীতি বা উগ্রতার কারণে যদি খেলাধুলার মতো আন্তর্জাতিক মাধ্যমকে বাধাগ্রস্ত করা হয়, তবে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যই নেতিবাচক বার্তা দেয়।

তিনি আরও বলেন, “খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, যারা সংস্কৃতিকে ছাড়িয়ে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তারা খুবই বাজে রুচির পরিচয় দিল। মুস্তাফিজের মতো একজন তারকাকে এভাবে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” মিশার মতে, এই মানসিকতা ভবিষ্যতে আন্তর্জাতিক খেলাধুলার পরিবেশকে আরও সংকুচিত করবে।

শেষ পর্যন্ত মিশা সওদাগর মনে করেন, মুস্তাফিজকে আটকানোর এই প্রচেষ্টা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

-বিথী রানী মণ্ডল