ভেনেজুয়েলায় মার্কিন হামলা বেআইনি- বার্নি স্যান্ডার্স

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বেআইনি, বিপজ্জনক, সংবিধান ও আন্তর্জাতিক আইন ভাঙা’ পদক্ষেপ বলে সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। 

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলায় যেকোনো ধরনের মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন। তাঁর মতে, ভেনেজুয়েলায় হামলা করা বা দেশটিতে জোরপূর্বক ‘সরকার পরিবর্তন’ করার চেষ্টা করা সম্পূর্ণ বেআইনি।
স্যান্ডার্স মনে করেন, জাতিসংঘের অনুমোদন বা কোনো শক্তিশালী আইনি ভিত্তি ছাড়া অন্য কোনো দেশে হামলা চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি প্রায়ই লাতিন আমেরিকায় আমেরিকার অতীত হস্তক্ষেপের (যেমন চিলি বা গুয়াতেমালা) নেতিবাচক পরিণতির কথা উল্লেখ করেন এবং বলেন যে এসব পদক্ষেপ দীর্ঘমেয়াদে অস্থিরতা তৈরি করে।
মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের একার নয়। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া হামলাকে তিনি অসাংবিধানিক বলে মনে করেন।
ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধানের জন্য তিনি সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে
-মামুন/