
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আমানত সংগ্রহে একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। ২০২৪ সালে ব্যাংকটির আমানতে যেখানে ৪ হাজার ৮২ কোটি টাকার প্রবৃদ্ধি হয়েছিল, সেখানে সদ্যসমাপ্ত ২০২৫ সালে সেই অঙ্ক বেড়ে প্রায় ১৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এক বছরে আমানতের এই তিন গুণেরও বেশি বৃদ্ধি ইউসিবির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
এই অর্জন উদ্যাপন উপলক্ষে ইউসিবির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও অফিসে উৎসবমুখর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক কাটেন। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, গ্রাহক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, আমানতের পাশাপাশি গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও ব্যাংকটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২৪ সালে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪ লাখ ১১ হাজারটি, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৭৮ হাজারে।
এ বিষয়ে চেয়ারম্যান শরীফ জহীর বলেন, প্রায় ১৩ হাজার কোটি টাকার আমানত প্রবৃদ্ধি ইউসিবির প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার স্পষ্ট প্রমাণ। এই আস্থা যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বও। তিনি আরও জানান, চলতি বছরে ব্যাংকটি প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের রপ্তানি এবং প্রায় সমপরিমাণ আমদানিতে অর্থায়ন করেছে, যা বৈশ্বিক ডলারের দুর্বল বাজার পরিস্থিতিতেও ইউসিবির সক্ষমতা ও শক্তিমত্তার পরিচয় দেয়।
-আফরিনা সুলতানা









