১৬তম ফাইনালে অষ্টম শিরোপার খোঁজে সাকিব

দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে ভরপুর সাকিব আল হাসান। নতুন বছরের শুরুতেই তার সামনে হাতছানি দিচ্ছে আরও একটি শিরোপা। রোববার রাতে আইএল টি–টোয়েন্টির ফাইনালে মাঠে নামবেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে ডেজার্ট ভাইপার্সের মুখোমুখি হবে সাকিবের দল এমআই এমিরেটস। বাংলাদেশের সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে ১৬তম ফাইনাল।

স্বীকৃত টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৬৯ ম্যাচ খেলা সাকিব ১৫টি ফাইনালে অংশ নিয়েছেন। এর মধ্যে ৭বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। অর্থাৎ ১৬তম ফাইনালে তার সামনে সুযোগ অষ্টম শিরোপা জয়ের।

চলতি আসরে ফাইনালে ওঠার পথে কোয়ালিফায়ার ২ ম্যাচে এমআই এমিরেটসের জয়ের নায়ক ছিলেন সাকিব নিজেই। আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ কিপটে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেন তিনি। পরে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ২৪ বলে ৩৮ রান করে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন। টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটি ছিল সাকিবের ৪৬তম ম্যাচ সেরার পুরস্কার। এই সংস্করণে তার চেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কেবল ক্রিস গেইল (৬০), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮) ও এমআই এমিরেটসের সতীর্থ কাইরন পোলার্ড (৪৮)।

শিরোপা নির্ধারণী ম্যাচেও এমআই এমিরেটস স্বাভাবিকভাবেই সাকিবের কাছ থেকে অলরাউন্ড পারফরম্যান্স আশা করবে। যদিও এখন পর্যন্ত খেলা ১৫টি ফাইনালে সাবেক আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার নিজের সেরা রূপে ধরা দিতে পারেননি। ফাইনালে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ ২১৯ রান, গড় ১৬.৮৪ ও স্ট্রাইক রেট ১৩৬.০২। ২০১৩ বিপিএল ফাইনালে করা ৪১ রানই ফাইনালে তার সর্বোচ্চ ইনিংস। বল হাতে ১৫ ইনিংসে তিনি নিয়েছেন ১৫ উইকেট, তবে একাধিক উইকেট পেয়েছেন মাত্র দুইটি ফাইনালে।

রোববারের ফাইনালে অতীতের ম্লান পারফরম্যান্স ছাপিয়ে বড় মঞ্চে আলো ছড়াবেন সাকিব এমন প্রত্যাশাই থাকবে এমআই এমিরেটস শিবিরের।