রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ফার্মগেট, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এবং হাতিরপুলে মোতালেব প্লাজার সামনে অবরোধ ও অবস্থান কর্মসূচির কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। গণপরিবহন চলাচল সীমিত হয়ে যাওয়ায় অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
রাজধানীর জুরাইন থেকে মাকে নিয়ে পান্থপথের একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন বাবুল সরকার। কিন্তু বাস না পেয়ে তিনি কারওয়ান বাজার মোড়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। বাবুল সরকার প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, এতে মাকে নিয়ে তিনি চরম দুর্ভোগে পড়েছেন।
গণপরিবহন না পেয়ে শ্যামলী থেকে শাহবাগে হেঁটে যাচ্ছিলেন মো. জাকারিয়া। তিনি বিভিন্ন আবাসিক হোটেলে পণ্য সরবরাহের কাজ করেন। জাকারিয়া বলেন, দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করেও না পেয়ে বাধ্য হয়ে হেঁটে যাচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, শাহবাগে তাঁর একজন ক্রেতা প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। কর্মসূচির নামে মানুষকে এভাবে জিম্মি করার বিরোধিতাও করেন তিনি।
সাধারণ দিনে শেওড়াপাড়া থেকে কারওয়ান বাজারে পৌঁছাতে যেখানে মোটরসাইকেলে ২০–২৫ মিনিট সময় লাগে, সেখানে আজ একই পথে সময় লেগেছে দেড় ঘণ্টা। বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তা পুলিশ বন্ধ করে দেওয়ায় ফার্মগেটমুখী যানবাহন উড়ালসড়ক দিয়ে তেজগাঁওয়ের দিকে পাঠানো হচ্ছে, ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
খামারবাড়ি থেকে কারওয়ান যেতে অন্যদিন যেখানে ৩০ মিনিট সময় লাগে, সেখানে আজ সময় লেগেছে দেড় ঘণ্টারও বেশি।
এদিকে আজ বেলা দুইটার একটু আগে হাতিরপুলে মোতালেব প্লাজার সামনে মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কয়েক দফা দাবিতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। পরে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বেলা দেড়টার দিকে আবার জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ পুনরায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন, যা ওই এলাকায় যানজট পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে।
– এমইউএম










