ম্যাকগিনের ডাবল, নটিংহ্যামকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে এস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক:    এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে কেউ নিরাপদ নয়, এবার আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিকে কড়া বার্তা দিল উনাই এমেরির ‘লায়ন’রা। গতকাল (শনিবার) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল এমি মার্টিনেজরা। এই জয়ে আর্সেনালের ঠিক পরেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিলা।
গত মঙ্গলবার শীর্ষে থাকা আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরে ভিলার টানা আট ম্যাচের জয়রথ থেমে গিয়েছিল। তবে সেই হতাশা ভুলে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ওলি ওয়াটকিন্সের জোরালো শটে লিড নেয় ভিলা। দ্বিতীয় হাফের শুরুতেই অধিনায়ক জন ম্যাকগিন ব্যবধান দ্বিগুণ করেন। মাঝে মর্গ্যান গিবস-হোয়াইট একটি গোল শোধ করে ফরেস্টকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও ৭৩ মিনিটে ম্যাকগিন নিজের দ্বিতীয় গোলটি করে ভিলার জয় নিশ্চিত করেন।