যৌন হয়রানির অভিযোগ তোলার পরই এবার পাল্টা শাস্তির মুখে পড়লেন দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলি। ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে সব ধরনের শুটিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসি স্বাক্ষরিত এক চিঠিতে কলির ক্লাব ‘নৌবাহিনী শুটিং ক্লাব’-কে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ফেডারেশন পরিচালিত ক্যাম্পে শৃঙ্খলাভঙ্গ করেছেন কলি। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিষিদ্ধ থাকবেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন কলি এবং আরেকজন শুটার। অভিযুক্ত কর্মকর্তা অবশ্য এসব অভিযোগকে বানোয়াট বলে দাবি করে আসছেন। এরই মধ্যে কলির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।










