চীনের বিওয়াইডি ইভি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল

ছবি:সংগৃহীত

২০১১ সালে ইলন মাস্ক টেসলার প্রধান নির্বাহী হিসেবে এক প্রশ্নের উত্তরে চীনের বিদ্যুৎ-চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডিকে টেসলার প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্ভাব্য মনে করেননি। ১৪ বছর পরে সেই পূর্বাভাস উল্টে গেছে। ২০২৫ সালের বিক্রয় পরিসংখ্যান অনুযায়ী, টেসলার চেয়ে চীনের বিওয়াইডি এখন ইলেকট্রিক গাড়ি বিক্রিতে এগিয়ে রয়েছে।

বিওয়াইডি জানায়, ২০২৫ সালে তারা মোট ২২ লাখ ৬০ হাজার ইভি বিক্রি করেছে, যা ২০২৪ সালের তুলনায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে টেসলার বিক্রি কমেছে। ২০২৫ সালে টেসলার মাত্র ১৬ লাখ গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে, যা ৮.৬ শতাংশ হ্রাস। এতে টেসলার ইতিহাসে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিতে পতন হয়েছে।

চলতি বছরে এমন পরিস্থিতি সত্ত্বেও, বিওয়াইডি মার্কিন বাজারে কার্যক্রম না চালালেও টেসলারকে ছাড়িয়ে গিয়েছে। চীনের বাজারে টেসলা দ্বিতীয় বৃহত্তম হলেও ২০২৫ সালে এ বাজারেও বিক্রি কমেছে, যা টানা দ্বিতীয় বছর। চতুর্থ প্রান্তিকে টেসলার বিক্রি ৪ লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে তুলনায় ১৫.৬ শতাংশ কম। টেসলা বাজারভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ না করে কেবল বৈশ্বিক সংখ্যা জানায়।

টেসলার আয়ের প্রায় অর্ধেক আসে যুক্তরাষ্ট্র থেকে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০২৫ সালের শেষ তিন মাসে যুক্তরাষ্ট্রের বাজারেও ইভি বিক্রি ধীরগতিতে থাকার সম্ভাবনা রয়েছে। একসময় টেসলার বিক্রি বছরে ৫০ শতাংশ হারে বৃদ্ধি পেত, কিন্তু ২০২৪ সাল থেকেই ধীরগতির প্রবণতা দেখা দিয়েছে। প্রথম ছয় মাসে ২০২৫ সালেও বিক্রি আরও কমেছে। এর পেছনে শুধু প্রতিযোগিতা নয়, ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডও প্রভাব ফেলেছে। মার্কিন ও ইউরোপীয় বাজারে মাস্কের কার্যক্রম নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া টেসলার বিক্রিতে প্রভাব ফেলেছে।

বিওয়াইডির সাফল্যের মূল কারণ হলো কম দাম এবং উন্নত প্রযুক্তি। তাদের গাড়ির দাম টেসলার তুলনায় অনেকটা কম। চীনে সরকারের কঠোর পরিবেশ ও বাজার নিয়ন্ত্রণের কারণে শেনঝেনভিত্তিক কোম্পানিটি বিদেশি বাজারে সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে। তবে কম দামের কারণে কিছু বাজারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে।

২০২৫ সালে বিওয়াইডি মোট বিক্রিতে সাফল্য পেলেও ইভি এবং হাইব্রিড গাড়ি সহ মোট বিক্রির বৃদ্ধির হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। কোম্পানিটি ২০২৫ সালে মোট ৪৬ লাখ গাড়ি বিক্রি করেছে। চীনের বাজারে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। এইচএসবিসির রিপোর্ট অনুযায়ী, চীনের গাড়ির বাজারে বর্তমানে প্রায় ১৫০টি ব্র্যান্ড এবং ৫০টির বেশি ইভি কোম্পানি প্রতিযোগিতা করছে।

বিশেষ করে জিলি, দ্রুত বর্ধনশীল লিপমোটর এবং শাওমির ইভি বাজারে প্রবেশের ফলে বিওয়াইডি ঘরোয়া বাজারে শক্ত প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে। এর ফলে কোম্পানির প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে।

২০২৫ সালের এই পরিস্থিতি দেখাচ্ছে যে, বিওয়াইডি শুধু চীনের অভ্যন্তরীণ বাজারে নয়, আন্তর্জাতিক ইভি বাজারেও টেসলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আফরিনা সুলতানা/