হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে, যার ফলে অন্তত ১৫টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় সজিব মিয়ার রান্নাঘরের চুলা থেকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়।
ঘটনাস্থলে পৌঁছানো শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকার মতো হলেও ক্ষতিগ্রস্ত কয়েকজন স্থানীয় দাবি করছেন তাদের সম্পত্তির ক্ষতি কোটি টাকার উপরে হতে পারে ।
রাসেল রানা










