বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ২০২৫ সালে তাদের কার্যক্রমে সর্বোচ্চ বার্ষিক লেনদেনের রেকর্ড সৃষ্টি করেছে। সদ্য শেষ হওয়া বছরে নগদের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা আগের বছর ২০২৪ সালের প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বার্ষিকের পাশাপাশি মাসিক লেনদেনেও নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের ডিসেম্বর মাসে নগদের গ্রাহকেরা মোট ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার লেনদেন করেছেন, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। বছরজুড়ে মোট তিনবার মাসিক লেনদেনের নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
নতুন এই সাফল্যে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নেওয়া, বিভিন্ন সময় ক্যাম্পেইন পরিচালনা এবং বাজারের তুলনায় কম ক্যাশ আউট চার্জ নিশ্চিত করার কারণেই নগদের প্রতি গ্রাহকদের আস্থা বেড়েছে। কর্মীদের সম্মিলিত প্রচেষ্টাও এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা হিসেবে নগদ উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করে গ্রাহকের অর্থের সুরক্ষা জোরদার করছে। এতে নতুন গ্রাহক যুক্ত হওয়ার পাশাপাশি পুরোনো গ্রাহকদের লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সেবার পরিধি সম্প্রসারণ ও নতুন কার্যক্রম যুক্ত হওয়ায় নগদের লেনদেন সক্ষমতা দিন দিন বাড়ছে।
নগদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ছয় বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। এই সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেন উভয় ক্ষেত্রেই বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। রেকর্ড গড়া লেনদেনের বড় অংশ এসেছে ক্যাশ ইন–ক্যাশ আউট, টাকা পাঠানো, বিভিন্ন পেমেন্ট, সেবামূলক বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং প্রবাসী আয়ের লেনদেন থেকে।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে নগদের মাসিক লেনদেন ৩৪ হাজার ৭০৫ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করে। একই বছরের মার্চ মাসে লেনদেনের পরিমাণ ৩৪ হাজার কোটি টাকা অতিক্রম করে এবং ২০২৪ সালের জুনে একবার ৩২ হাজার কোটি টাকার মাসিক লেনদেন হয়েছিল।
আফরিনা সুলতানা/










