নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

‘মাদক নয়, বই হোক বন্ধু, জীবন হোক আনন্দম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজারে পাঠাগার উদ্বোধন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২ জানুয়ারি বিকেলে ফার্মগেট বাজারে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন। সুশিক্ষা সমতা ও মানবিকতায় আগামী বিশ্ব গড়ার প্রচেষ্টা এই অঙ্গীকার নিয়ে এলাকার যুব সমাজকে মাদক ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান, রক্তদান,এই পাঠাগারের মূল উদ্দেশ্য।

পরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও  প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা এবং প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের  মাঝে পুরস্কার প্রদান করা হয়।

প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক হুমায়ূন রাজা চৌধুরী, আশার আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর রেজা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শহীদ উল্লাহ,আলীজান মেম্বার, সাবেক স্যানিটারি ইন্সপেক্টর  আবুল হাশেম চৌধুরী, মিলেনিয়াম একতা যুব সংঘের সাবেক সভাপতি  লোকমান হোসেন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার, প্রভাষক বশির আহমেদ, শিক্ষক  কাজী ইসমাইল, শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়েজ আহমেদ, মীর মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী হৃদয়,অর্থ সম্পাদক অজিদুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান খান, সহসভাপতি আশরাফ উদ্দিন তালুকদার, শিক্ষা ও পাঠাগারবিষয়ক সম্পাদক আজাদুর রহমান, ইউসুফ খান সোহাগ, উদয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক রিপন খান ও সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  তাকিউল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সদস্য মোবিন, তারেক, কাজী রিপন, নাদিম, বাইজিদ,সাকিব, রাতুলসহ শিক্ষক শিক্ষার্থী,এলাকার নবীণ প্রবীণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের  পাঠাগারের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ যাতে জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য বিভিন্ন মনিষীদের বই পাঠাগারে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক  ৫৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)