মাদারীপুর জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন

হাবিবুর রহমান সুমন-মাদারীপুর জেলা প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাদারীপুর জেলা সদরে উদ্বোধন করা হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী জুম্মার নামাজে অংশ নিতে দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গেই মসজিদ প্রাঙ্গণে হাজারো মুসল্লির ঢল নামে। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে মুখরিত ও উৎসবমুখর। নামাজে অংশ নেন মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।

নামাজ শেষে মুসল্লিদের মাঝে ছিল আনন্দ ও তৃপ্তির অনুভূতি। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, এত সুন্দর ও আধুনিক একটি মসজিদে নামাজ আদায় করতে পারা আল্লাহর বিশেষ নিয়ামত।
আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামী নকশায় নির্মিত চারতলা বিশিষ্ট এই মডেল মসজিদে রয়েছে প্রশস্ত নামাজ কক্ষ, নারী মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগসহ নানা সুবিধা। সংশ্লিষ্টদের আশা, এই মসজিদ মাদারীপুরের ধর্মীয় ও ইসলামিক কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

সবশেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন কেয়ামত পর্যন্ত এই মসজিদে আদায় হওয়া সকল নামাজ কবুল হয় এবং মসজিদটি দ্বীনের খেদমতে কবুল হয়ে থাকে। আমিন।