মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

হাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলামের মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে বাতিল ঘোষণা করেন।
অন্যদিকে এ আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য ও শহিদুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর, পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।

মম