৯০ মিনিট নিশ্চল দাঁড়িয়ে ইতিহাসের শ্রদ্ধা: আফকন কাঁপালেন কঙ্গোর ‘স্ট্যাচু ফ্যান’

আফকন ২০২৫ উপহার দিয়েছে এমন এক মুহূর্ত, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে গেছে অনেক দূরে। বতসোয়ানার বিপক্ষে ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর এক সমর্থক রাবাতের আগদাল মেডিনা স্টেডিয়ামের গ্যালারিতে পুরো ৯০ মিনিট একেবারে নিশ্চল দাঁড়িয়ে থাকেন মূর্তির মতো।

শুরুতে অনেকের কাছে এটি নিছক ব্যতিক্রমী আচরণ মনে হলেও, ম্যাচ শেষে বেরিয়ে আসে এর গভীর অর্থ। জানা যায়, ওই সমর্থক কঙ্গোর সাবেক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার প্রতি শ্রদ্ধা জানাতে এই নীরব প্রতিবাদে অংশ নেন। ১৯৬১ সালে নিহত লুমুম্বা কঙ্গোর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

নীরব হলেও এই শক্তিশালী বার্তা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইতিহাসচেতনা, প্রতীকী প্রতিবাদ আর ফুটবল-ভালোবাসার অনন্য মিশেল হিসেবে ব্যাখ্যা করেন অনেকে।

মাঠের লড়াইয়েও জয় কঙ্গোরই। বতসোয়ানাকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ডিআর কঙ্গো। এমবুকুর একটি ও কাকুতার জোড়া গোলে (একটি পেনাল্টি) আসে এই দাপুটে জয়। এই ফলাফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বতসোয়ানা, আর দারুণ ছন্দে এগিয়ে যায় কঙ্গো মাঠে যেমন, গ্যালারিতেও তেমনি।