চিত্রলেখা গুহ মঞ্চে প্রথমবার ১৯৮৬ সালে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অঙ্গন থিয়েটারের প্রযোজনায় ‘অভ্যন্তরীণ খেলাধুলা’ নাটকের মাধ্যমে। নাটকটির রচনা ও নির্দেশনা করেছিলেন মিলন চৌধুরী। এরপর তিনি থিয়েটার আরামবাগের ‘সাতঘাটের কানাকড়ি’, ‘কিং লেয়ার’, ‘রূপবান’ এবং নাট্যজনের ‘তেভাগার পালা’, ‘অলীক বাবু’সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন।
প্রথমবার একক অভিনয়ে মঞ্চে ওঠার বিষয়টি নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে কিছুটা চ্যালেঞ্জও অনুভব করছেন তিনি। তিনি বলেন, “প্রায় আট মাস আগে ‘লুৎফার প্রদীপ’ নাটকটির পরিকল্পনা শুরু হয়। এর মধ্যে কয়েক মাস আমি দেশের বাইরে থাকলেও দেশে ফিরে টানা তিন মাসের বেশি সময় ধরে মহড়া ও প্রস্তুতির মধ্য দিয়ে নিজেকে একক অভিনয়ের জন্য তৈরি করেছি।”
চিত্রলেখা গুহের চার দশকের অভিনয় জীবনে এবার নতুন অধ্যায়, একক মঞ্চে অভিনয়। ১৯৮৬ সালে মঞ্চে অভিষেকের পর থেকে নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত কাজ করে আসা এই গুণী অভিনেত্রী দেশের মঞ্চে প্রথমবার একক অভিনয়ে হাজির হচ্ছেন। সমতল থিয়েটারের নতুন প্রযোজনায় ‘লুৎফার প্রদীপ’ নাটকে একমাত্র অভিনয়শিল্পী হিসেবে তাকে দেখা যাবে। শুক্রবার সকালে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে চিত্রলেখা গুহ বিষয়টি নিশ্চিত করেছেন।
চার দশকের দীর্ঘ অভিনয় জীবনে আগে একক অভিনয়ের সুযোগ না পাওয়ার কারণ নিয়ে চিত্রলেখা গুহ বলেন, “একক অভিনয়ের জন্য ভালো চিত্রনাট্য, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সাহস থাকা জরুরি। এটি অনেকের কাছেই চ্যালেঞ্জিং। এত দিন হয়তো নিজের মধ্যে সেই সাহস আনতে পারিনি। তবে উত্তম গুহসহ কয়েকজন কাছের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় এবার সাহসটা করেছি।”
সমতল থিয়েটারের নতুন প্রযোজনায় ‘লুৎফার প্রদীপ’ নাটকের রচনা করেছেন তানভীর মোকাম্মেল, নির্দেশনায় আছেন সগীর মোস্তফা। নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে নাট্যজন ফেরদৌসী মজুমদার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন।
নাটকটি প্রসঙ্গে চিত্রলেখা গুহ বলেন, “এটি একজন দৃঢ়চেতা নারীর গল্প, যে ভাঙবে, কিন্তু মচকাবে না। একই সঙ্গে এটি একটি মানবিক নাটক, যেখানে ঐতিহাসিক বিষয়ও অন্তর্ভুক্ত। এমন একটি নাটকের অংশ হতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত।”
নাটকটির প্রথম মঞ্চায়ন আগামীকাল শনিবার ঢাকার বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিনটিতে দুটি প্রদর্শনী থাকবে—প্রথমটি সন্ধ্যা ৬টায় এবং দ্বিতীয়টি রাত ৮টায়। দেশের মঞ্চে এই নাটকের মাধ্যমে নতুন আরেকটি একক অভিনয় ভিত্তিক প্রযোজনার সূচনা হচ্ছে। নাট্যপ্রেমীরা আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে এই নাটকের জন্য অপেক্ষা করছেন, যা চিত্রলেখা গুহের দীর্ঘ অভিনয় জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে স্থান করে নেবে।
বিথী রানী মণ্ডল/










