চট্টগ্রামে গভীর রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মুবিনুল ইসলাম। তিনি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুবিনুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরুল আমিনের বড় ছেলে। কর্মজীবনে তিনি একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে মুবিনুল ইসলাম কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পথে চট্টগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও দুঃখে ভেঙে পড়েছে। একই সঙ্গে সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
সাবরিনা রিমি/










