ঘন কুয়াশায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকাগামী ‘টুংগীপাড়া এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ঘন কুয়াশার মধ্যে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি ছিল ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের।

বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানটি সড়কে নিয়ন্ত্রণ হারালে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক এসে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যেই তিনটি যানবাহন জড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়ের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও তাৎক্ষণিকভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওসি জহিরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

দুর্ঘটনার পর বাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকটি শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিথী রানী মণ্ডল/